বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়ি পুলিশের উদ্যোগে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রমের  উদ্বোধন 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

খাগড়াছড়ি পুলিশের উদ্যোগে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রমের  উদ্বোধন 

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট পরা নিশ্চতের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম চালুসহ বিশেষ প্রচারণা অভিযান চালানো হয়েছে।

রোববার (২৬ মে) জেলা পুলিশের উদ্যোগে জেলা শহরের কে. সি ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। পরে পেট্রোল পাম্পগুলোতে জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানোসহ পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে সেখানে বিশেষ প্রচারণা অভিযান পরিচালনা করা হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইনে মোটরসাইকেল চালক এবং তার সহযাত্রীকে আবশ্যিকভাবে বিএসটিআই কর্তৃক নির্ধারিত মানের হেলমেট পরিধান করতে হবে। কোন মোটরসাইকেল চালক ও সহযাত্রী হেলমেট ব্যবহার না করলে ওই মোটরসাইকেলে কোন প্রকার জ্বালানি সরবরাহ করা যাবে না। 

পুলিশ সুপার আরো বলেন, প্রতিদিন সড়ক-মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যত মানুষ প্রাণ হারাচ্ছেন, তাদের অধিকাংশ হেলমেট ব্যতিত মোটরসাইকেল চালনা করার কারণে নিহত হয়েছে। মোটরসাইকেল চালকদের মাঝে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে এই প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব। 

এসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার ত্রুাইম এন্ড অপস মো. জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, খাগড়াছড়ি ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেবসহ  পুলিশের পদস্থ কর্মকর্তা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ